Bangladesh media

Sunday, February 9, 2025

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান।

 বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান।

আজ ৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে ১০টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়াম রুমে "মানুষের জন্য ফাউন্ডেশন" কর্তৃক আয়োজিত "স্টুডেন্ট মোটিভেশন কনফারেন্স ও মেধাবৃত্তি প্রদান" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও "মানুষের জন্য ফাউন্ডেশন"-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন  মারিশ্যাচর মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক অসিম চক্রবর্তী, বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা, সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর কবির।


এছাড়াও বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে "মানুষের জন্য ফাউন্ডেশন"-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একমাত্র শিক্ষা দিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবো। আমাদের ফাউন্ডেশন সবসময় মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এই মেধাবৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি তাদের প্রতি আমাদের ভালোবাসা, অনুপ্রেরণা ও দায়িত্ববোধের প্রতিফলন। আমি আশা করি, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানের শেষ পর্বে মেধাবৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে সম্মানিত অতিথিবৃন্দ বৃত্তির অর্থ তুলে দেন।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...