Bangladesh media

Sunday, July 6, 2025

বাঘাইছড়ি সেবায় ডিজিটাল রূপান্তরে নুর হোসেনের নির্মিত ‘বাঘাইছড়ি সেবা অ্যাপ’

 বাঘাইছড়ি সেবায় ডিজিটাল রূপান্তরে নুর হোসেনের নির্মিত ‘বাঘাইছড়ি সেবা অ্যাপ’

বাঘাইছড়ি প্রতিনিধি-

অনার্স পড়ুয়া ছাত্র মোঃ নুর হোসেন তৈরী করলেন “বাঘাইছড়ি সেবা অ্যাপ” নামে একটি অ্যাপস। অ্যাপটিতে মিলবে জরুরি সকল তথ্য এবং সেবা। ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যুক্ত হয়েছে নতুন একটি উদ্যোগ— ‘বাঘাইছড়ি সেবা অ্যাপ’, যা তৈরি করেছেন তরুণ উদ্ভাবক ও অ্যাপ ডেভেলপার মো. নুর হোসেন।

এখন হাতের মুঠোয় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সকল সরকারি বেসরকারি সেবা এনে দিতে "বাঘাইছড়ি সেবা অ্যাপ"। নূর হোসেন বাঘাইছড়ি উপজেলার পুরাতন মারিশ্যা গ্রামের মোঃ রহমত আলীর সন্তান এবং বর্তমানে তিনি অনার্স ১ম বর্ষে অর্ধায়ন রত একজন ছাত্র।

অ্যাপটি তৈরি করেছেন মো. নুর হোসেন, যিনি একজন উদ্যমী সফটওয়্যার ডেভেলপার এবং ‘NurApps’ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা। তিনি জানান,“আমার স্বপ্ন ছিল নিজ এলাকার মানুষের জন্য এমন একটি অ্যাপ তৈরি করা, যা তাদের জীবনকে আরও সহজ করবে। বিশেষ করে দূরবর্তী এলাকাগুলোর তথ্য অনলাইনেই সহজে পাওয়ার জন্যই এই অ্যাপের উদ্যোগ।”

এই অ্যাপের মাধ্যমে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নাগরিকরা এক ক্লিকেই পেতে পারেন জরুরি সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সরকারি অফিস, পরিবহন, ব্যাংক, বিদ্যুৎ বিভাগ ও দর্শনীয় স্থানসহ বিভিন্ন দরকারি তথ্য।

অ্যাপটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:
১।জরুরি বিভাগ: অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস
২। স্বাস্থ্য ও চিকিৎসা: হাসপাতাল, ডাক্তার, স্বাস্থ্যকর্মী
৩।শিক্ষা ও সমাজ: স্কুল, কলেজ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব
৪।সরকারি অফিস ও ইউনিয়ন পরিষদ
৫।বাস, অটো, মাহিন্দ্র ও অন্যান্য পরিবহন তথ্য
৬।ব্যাংক, পোস্ট অফিস ও পোস্টাল কোড
৭।বিদ্যুৎ অফিস, তথ্য কেন্দ্র, দর্শনীয় স্থান ও ইতিহাস

অ্যাপটি ডাউনলোড লিংক:
🔗 https://nurapp.site/বাঘাইছড়ি_সেবা
এই অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এবং একদম ফ্রি।

মো. নুর হোসেন আরও জানান, “এই অ্যাপটি শুধুমাত্র বাঘাইছড়ির তথ্যভাণ্ডার নয়, এটি এলাকার সচেতনতা ও যোগাযোগ ব্যবস্থাকে ডিজিটাল করে তুলছে। ভবিষ্যতে আরও ফিচার যুক্ত করে জনগণের চাহিদা পূরণের চেষ্টা করা হবে।”

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...