Top News

বাঘাছড়িতে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

 বাঘাছড়িতে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদন-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৩ ঘটিকায় পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে জমকালো আয়োজনে পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার মোহতামিম ও চৌমুহনী সদর জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন (বাবু)

‎অনুষ্ঠানে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম।

‎দিনব্যাপী এ আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়। বক্তারা শিক্ষার উন্নয়ন, নৈতিকতা চর্চা এবং এলাকায় নারী শিক্ষার প্রসারে মাদ্রাসাটির ভূমিকার প্রশংসা করেন।

‎অনুষ্ঠানে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post