Top News

বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন

 বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন

‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আসর পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে এবং যুব সমাজ ও এলাকাবাসীর বাস্তবায়নে পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উক্ত ওয়াজ মাহফিলে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুর আলম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।

‎বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চয়লনায় প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান পেশ করেন ঢাকা বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও এনটিভি, আরটিভি, এশিয়ান টিভির ইসলামি আলোচক মাওলানা মুফতি আব্দুর রশিদ।

‎উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে তাসরিফ আনলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মাওলানা মুফতী শরীফ উদ্দিন নূরী, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উওরা গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হযরত আলী।

‎এসময় বিশেষ ওয়ায়েজিন হিসেবে তাসরিফ আনলেন পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কবির আহাম্মদ,উপজেলা মডেল মসজিদের খতিব ও মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতী সোলাইমান খাঁন, চৌমুহনী সদর জামে মসজিদের খতিব ও পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আজিজুর রহমান সহ আরো দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরামগন।

‎উক্ত ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৬ষ্ঠ বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলের সমাপ্তি হয়।

Post a Comment

Previous Post Next Post