Top News

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

 বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব ক্বিরাতুল কুরআন মডেল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা এইচ এম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সাইবার দলের সভাপতি নোমাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জালাল, পৌর সাইবার দলের সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, পৌর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post