Bangladesh media

Wednesday, March 12, 2025

বাঘাইছড়িতে চার নেতা পুনর্বহাল দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

 বাঘাইছড়িতে চার নেতা পুনর্বহাল দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া বাঘাইছড়ি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের চার নেতার পদ পুনর্বহাল করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত এক আদেশে তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।  

স্থগিতাদেশ প্রত্যাহারকৃতদের নামীয় তালিকাঃ 

১. মোঃ নুর উদ্দিন – আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, বাঘাইছড়ি উপজেলা।  

2. সারওয়ার গাজী – সদস্য সচিব, কাচালং কলেজ ছাত্রদল।  

৩. আব্দুর রহমান – যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল।  

৪. শাহাদাৎ মোল্লা – যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল।  

গত ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫ সালে চট্টগ্রামের স্থানীয় দৈনিক "দৈনিক সাঙ্গু" পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিবেদন যাচাই-বাছাই করে বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে তাদের পদ স্থগিত করা হয়।  

তবে, সাম্প্রতিক সময়ে তারা দলীয় শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।  

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, "ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।"  

এ বিষয়ে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, "দলীয় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দলে ইতিবাচক ভূমিকা রাখতে চায়, তাদের জন্য দলের দরজা সবসময় খোলা।"  

এই সিদ্ধান্ত ৭ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...