Bangladesh media

Tuesday, May 20, 2025

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া স্হান পরিদর্শন করলেন ইউএনও শিরিন আক্তার

 বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া স্হান পরিদর্শন করলেন ইউএনও শিরিন আক্তার

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২১মে) গভীর রাতে আনুমানিক ১ঘটিকার দিকে আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তেই মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শবর্তী দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসে পৌঁছাতে ২ ঘন্টা সময় লেগে যায় তৎক্ষনাৎ ৩০ টি পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি পরিমান আড়াই কোটি টাকার হবে বলে জানান স্হানীয়রা

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘটনা স্হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। তিনি বলেন যারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধো ঢেউটিন ও আর্থিক সহায়তা এবং বাজার এলাকায় একটি পানির হাউজ নির্মানের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ। দ্রুত সময়ের মধো ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানান প্রশাসনেন প্রতি।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...