Bangladesh media

Wednesday, June 11, 2025

বাঘাইছড়িতে মারিশ্যা লঞ্চ ঘাটের প্ল্যাটফর্মে আগুন, আহত-১

 বাঘাইছড়িতে মারিশ্যা লঞ্চ ঘাটের প্ল্যাটফর্মে আগুন, আহত-১

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে অবস্থিত লঞ্চঘাটের স্টিমার পল্টনের ক্যাবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আহত হয়েছেন স্থানীয় বাঁশ ব্যবসায়ী দুলা মিয়া (৫৫), যিনি "বাইজ্জা বুইজ্জা" নামেও পরিচিত।

বুধবার ১১ জুন বিকাল ৫ ঘটিকায় বাঘাইছড়ি মারিশ্যা লঞ্চ ঘাটের প্ল্যাটফর্মের ওপর একটি ছোট রুমে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন "দুলা মিয়া"। তিনি ওই ঘরেই রান্না ও বসবাস করতেন। ঘটনার সময় গ্যাসের চুলায় রান্না বসিয়ে তিনি এক ক্রেতাকে বাঁশ দেখাতে বাইরে যান। ফিরে এসে দেখেন, তার কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ছে।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রে আসে। আগুনে একটি ক্যাবিন এর আসবাবপত্র ও নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পুড়ে যায়।

দুলা মিয়ার ভাষ্যমতে, তিনি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে নিজেই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুলা মিয়ার শরীরের হাত ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

মারিশ্যা ঘাটে দীর্ঘদিন ধরে দুলা মিয়া বসবাস করে আসছেন। তিনি বাঁশের পাইকারি ব্যবসার সাথে জড়িত এবং স্থানীয়ভাবে পরিচিত একজন মানুষ।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...