Bangladesh media

Saturday, July 12, 2025

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে ওলামা মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে ওলামা মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলার ওলামা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখার আয়োজনে বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মিলনায়তনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ওলামা-মাশায়েখ সম্মেলনে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আবসার হোসেন এর সঞ্চালনায় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী,বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ সহ বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও দলীয় নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা ইসলামী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত গণবিপ্লবে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

সম্মেলনের এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হন মাওলানা ইকবাল করিম, সেক্রেটারি পদে মাওলানা আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা তোফাজ্জল হোসেন এবং অর্থ সম্পাদক পদে মাওলানা সুলতান আহাম্মেদকে মনোনীত করা হয়।

সম্মেলনের শেষ পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...