বাঘাইছড়িতে পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের কমিটি গঠন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পৌর শাখার ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১জুলাই) রাত সাড়ে ৮ ঘটিকায় বাঘাইছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।
বাঘাইছড়ি পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফি'র সঞ্চালনায় ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ৫.৬ ও ৭ নং ওয়ার্ড়ে প্রধান সমন্বয়ক আবছার উদ্দিন, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ৫.৬ ও ৭ নং ওয়ার্ডের সমন্বয়ক আব্দুল মাবুদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ২০২১ সালে গঠিত ৭নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ সমর্থনে নতুন কমিটির দায়িত্ব প্রদান করা হয়। কমিটিতে সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শফি ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন ভোলা'কে মনোনীত করা হয়।
এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ চাই,সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।
No comments:
Post a Comment