Bangladesh media

Saturday, March 15, 2025

মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসা'র সভাপতি নুরুল ইসলাম মাষ্টার আর নেই

 মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসা'র সভাপতি নুরুল ইসলাম মাষ্টার আর নেই

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান সকালের সুপরিচিত,কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাষ্টার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরবের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৫ বছর।

তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিস, কিডনি জটিলতায় ভোগছিলেন। তিনি তার স্ত্রীসহ ১ ছেলে ও ২মেয়ে পৃথিবীতে রেখে যান।

তার জন্মস্থান বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামে। তার বর্ণাঢ্য শিক্ষাগতাকালীন সময়ে উপজেলার বিভিন্ন স্কুলে মেধা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শিক্ষাগত পেশার পাশা-পাশি একজন সমাজসেবকও ছিলেন।

তিনি দীর্ঘদিন প্রাথমিক শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন দায়িত্ব পালন করতেন। এছাড়াও মুসলিম ব্লক দারুস্ সুন্নাহ্ তাহ্ফিজুল কুরআন মাদ্রাসা'র সভাপতি হিসেবে দায়িত্ব পালনে ছিলেন গত ৬মাস ধরে।

তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার সাথে সাথে বাঘাইছড়ি উপজেলাসহ গোটা জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। তার অসংখ্য সহকর্মী বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন তার মৃত্যুর সংবাদ শুনে তার রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে  পরিবারবর্গের প্রতি সমবেদনা ঞ্জাপন করেন।

তার ছোট ভাই মো.সাবু উদ্দিন জানান, আগামী কাল রবিবার সকাল সাড়ে ১১টায় মুসলিম ব্লক মডেল মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুসলিম ব্লক কবরস্থানে তাকে দাফনকাজ সম্পন্ন করা হবে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...