Bangladesh media

Thursday, March 13, 2025

চার দিন ধরে নিখোঁজ বাঘাইছড়ি'র মুন্সি পাড়ার যুবক মোঃ নিজাম উদ্দিন

 চার দিন ধরে নিখোঁজ বাঘাইছড়ি'র মুন্সি পাড়ার যুবক মোঃ  নিজাম উদ্দিন

গত ১০ মার্চ ২০২৫ সকাল ৯টায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন মোঃ নিজাম উদ্দিন (৩২) নামে এক যুবক। বিকাল থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

নিখোঁজ নিজাম উদ্দিন রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৯নং ওয়ার্ড মারিশ্যা ইউনিয়নের রুস্তম মুন্সি পাড়ার (পশ্চিম পাড়া) বাসিন্দা, তার পিতা মৃত সুরূজ মিয়া। চাকরির সুবাদে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ভুরিশ্চর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন কাজ শেষে নিজাম উদ্দিন বাড়িতে ফোন করতেন। কিন্তু ঘটনার দিন ইফতারের পরও তার কোনো ফোন আসেনি। পরে পরিবারের লোকজন ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সারারাত চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিবারের উদ্বেগ বাড়তে থাকলে ১২ মার্চ তার বড় ভাই মোঃ জসিম উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন এবং এই নাম্বার (০১৬৪৮০১৭৮৩৪, ০১৫৩৭৬১৯৩৮৩) সমুহে যোগাযোগের অনুরোধ জানান

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...