Bangladesh media

Wednesday, June 25, 2025

বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

 বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ  করা হয়েছে।

বুধবার (২৫জুন) বিকাল সাড়ে ৫ ঘটিকায় মুসলিম ব্লক এলাকার কৃতি সন্তান ও (দুবাই প্রবাসী) "মোঃ ওমর ফারুক" এর সার্বিক সহযোগীতায় "মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম" সংগঠনের ১৫জন এইচএসসি পরিক্ষার্থী ও সদস্যদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহমেদ সাজু, অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল, আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন ও অত্র সংগঠনের সদস্য মোঃ মাসুম রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং এলাকার মুখ উজ্জ্বল করবে।

পরে আলোচনা সভার শেষে অত্র সংগঠনের এই বছর ১৫জন এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...