বাঘাইছড়িতে বিদ্যুৎ পানি ও ফায়ার স্টেশন নির্মাণের দাবীতে উপজেলা প্রশাসনের দারস্থ জুলাই যোদ্ধা: রবিউল হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়নের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় ৩০ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ স্থাপন, বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপন এবং উপজেলা সদরে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন নির্মাণের দাবীতে লিখিত দাবী নিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর কাছে আবেদন জানিয়েছেন নতুন বাংলাদেশের বিনির্মানের আন্দোলনে আহত জুলাই যোদ্ধা মো: রবিউল হোসেন।
শনিবার (২৮জুন) বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর বাস ভবনে উপস্থিত হয়ে এই আবেদন করেন। এসময় রবিউল হোসেন সহ পশ্চিম মুসলিম ব্লক, পূর্ব লাইল্যাঘোনার স্থানীয় বেশ কয়েকজন যুবক উপস্থিত ছিলেন।
পরে রবিউল হোসেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর সাথে কিভাবে দ্রুত ফায়ার স্টেশন নির্মাণ, অবহেলিত জনপদ পশ্চিম মুসলিম ব্লক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে খোলা মেলা আলোচনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার সকল বিষয় গুরুত্বসহকারে আমলে নিয়ে আবেদন পত্রটি গ্রহন করেন এবং সুপারিশ প্রদান করেন। পরে জুলাই যোদ্ধা রবিউল হোসেন উপজেলা জেলা নির্বাহী অফিসার সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No comments:
Post a Comment