Bangladesh media

Saturday, July 26, 2025

সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

 সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ 

বাঘাইছড়ি প্রতিনিধি 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার মিলনায়তন হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আবছার উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও মাদ্রাসার সুপার শাহাজাদা আব্দুল বারী সহ অভিভাবক,ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, অত্র মাদ্রাসায় শ্রেণী কক্ষ সল্পতার কারনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা পরিষদ বা শিক্ষা প্রকৌশল শ্রেণীকক্ষ নির্মান করে দেওয়া জন্য বক্তারা জোর দাবী রাখেন, এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন। মাদ্রাসায় জন্য উন্নয়ন মূলক কাজ করার আশ্বস্ত করেন নেতাকর্মীবৃন্দ।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...