লংগদুতে জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে তৈয়ব আলী-হারুন- রুহুল আমিন নির্বাচিত
মোঃ এরশাদ আলী
লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই (শনিবার) লংগদু উপজেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি আলোক প্রিয় চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল ও লংগদু উপজেলা কৃষক দলের আহবায়ক নূরুল হক নূরু সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময়ে আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা কৃষক দলের সভাপতি পদে মোঃ তৈয়ব আলী , সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রুহুল আমিনকে নির্বাচিত করা হয়।

Post a Comment