বাঘাইছড়িতে পৌর ১নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার পৌর ১নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ঘটিকায় চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে কণ্ঠভোটের ভিত্তিতে এ কমিটি পুনঃগঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শেখ ফরিদকে সভাপতি, সুন্দর আলীকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিম মালুমকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির গঠন প্রক্রিয়া পরিচালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি ও ১, ২, ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা।
উক্ত আলোচনা সভায় পৌর১নং ওয়ার্ড বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মো: শিফন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক মোঃ হালিম, সহ-সমন্বয়ক শাহজালাল এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হালিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করতে হবে। কেউ যদি দলের সুনাম ক্ষুন্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে।
প্রধান অতিথি মোঃ মোস্তফা বলেন, দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সবাই যদি আন্তরিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলে দল উপকৃত হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
No comments:
Post a Comment