Top News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগর কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগর কাঠ জব্দ 

বাঘাইছড়ি প্রতিনিধি- 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ আগর কাঠ জব্দ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। 

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে। 

বিজিবি জানায় গত ১৬ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আল-মামুন এর নেতৃত্বে চেক পোষ্টে সিএনজি তল্লাশী করে মালিকবিহীন ২০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।

এছাড়া গত ১৭ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হাকিম এর নেতৃত্বে চেক পোস্টে সিএনজি তল্লাশি করে মালিক বিহীন ৬০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।  

গত ২৪ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর হাবিঃ মোঃ আব্দুল গফুর, বিজিবিএম এর নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা বাস স্ট্যান্ড এলাকা হতে পরিত্যক্ত অবস্থার অবৈধ ৮১ ঘনফুট চাপালিশ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,২১,৫০০/- (এক লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা

গত কাল ২৬ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন মারিশ্যা হতে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নদীর পানির মধ্যে হতে লুকায়িত অবস্থায় বিভিন্ন ধরণের ৫৭৯.০৩ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৯,৮৬,৯৩৪/- (নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

1 Comments

  1. আগর কাঠ অবৈধ হলে গাছ লাগানোর সময় কেন বাধা দিলোনা?
    বনবিভাগের কর্মকর্তারাইতো এক সময় ফ্রী গাছ বিতরণ করেছে। সরকার ও প্রশাসনের কোন তাল পাওয়া যাচ্ছে না। প্রকৃতপক্ষে তারা কি চায়?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post