Bangladesh media

Sunday, July 20, 2025

কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়িতে কক্সবাজারের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিফ কোঅর্ডিনেটর ও নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যামে শেষ হয়।

উক্ত সমাবেশে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদুল আলম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউনুস মানিক, সদস্য সচিব মোঃ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কবির, বর্তমান সভাপতি হাবিবুর রহমান তারেক, সাবেক সদস্য সচিব সারোয়ার গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে "অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত" উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা তাকে ‘ডার্বি নাসির’ আখ্যা দিয়ে অবিলম্বে বিএনপি সহ দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তিনি ক্ষমা না চান তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরো বলেন, এনসিপি ও কিছু রাজনৈতিক দল যারা বিগত ১৭ বছর ধরে ছদ্মবেশী রাজনীতি করে এসেছে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য সফল হবে না উল্লেখ করে তারা সেসব দলকে সুষ্ঠু ধারায় ফিরে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই কক্সবাজার শহরের লালদীঘি পাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী সরাসরি সালাহ উদ্দিন আহমেদের নাম উল্লেখ না করেই বলেন—

“আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।”

এই বক্তব্যের প্রতিবাদেই বাঘাইছড়িতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...