Bangladesh media

Sunday, July 20, 2025

বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা

 বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) রাত ৯ঘটিকায় মুসলিম ব্লক মোঃ সোহেল সওদাগর এর দোকান সংলগ্ন ময়দানে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ ছব্বত আলী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নূর মোহাম্মদ।  

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজগর আলী, উপজেলা বিএনপি'র সদস্য মোঃ আক্কাস আলী, উপজেলা বিএনপির সদস্য মোঃ সেলিম জাবেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরউদ্দিন রাজু,বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান,পৌর বিএনপি'র সহ-সাংগঠনিক আবু জাহেদ ও মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উক্ত সাংগঠনিক সভায় বক্তারা বলেন,আগামীর রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ২২ জুলাই জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে হবে। তারা অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের চোখরাঙানি, দমন-পীড়ন এবং অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা না দেবে, ততদিন রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি নেতাকর্মীকে কর্মীবান্ধব হতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, গত ১৭ বছরে বিএনপি মামলা-হামলার শিকার হলেও কোনো ষড়যন্ত্র তাদের দমাতে পারেনি। এই দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে তারা গত ৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, একটি গোষ্ঠী স্বার্থান্বেষী মনোভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে ভুল বোঝাচ্ছে যেন নির্বাচন না দিয়ে তারা ক্ষমতায় থাকতে পারে।

পরিশেষে বক্তারা আগামী ২২ জুলাই রোজঃ মঙ্গলবার সমাবেশ'কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করার আহ্বান জানান।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...