Bangladesh media

Sunday, July 20, 2025

বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে "তারুণ্যের উৎসব–২০২৫" উপলক্ষে উপজেলার বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২০ জুলাই) সকাল ১১ঘটিকায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাঙ্গণে "নিম,রঙ্গন,কাটবাদাম,জবা ও রাধা চুরা" সহ বিভিন্ন ঔষধি প্রজাতি ও ফুলের চারা রোপণ এবং শ্রেণী কক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাবেদুল আলম। 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কমিটির সদস্য নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ ও অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও মা অভিভাবকবৃন্দ।

উক্ত মা সমাবেশে বক্তা বলেন, আজকের একটি গাছ আগামীর জীবনের প্রতীক। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে রক্ষা করে। ‘তারুণ্যের উৎসব’ শুধু বিনোদনের উৎসব নয়, এটি দায়িত্ববোধেরও উৎসব। একটি গাছ লাগানো মানে একটি নতুন পৃথিবীর বীজ বপন। আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই ও পরিচর্যা করি সবুজ হোক বাংলাদেশ, সবল হোক ভবিষ্যৎ। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খল বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও দায়িত্ব নিতে হবে। বিদ্যালয়ের যে কোনো সমস্যা সমাধানে স্কুল কমিটি সর্বদা পাশে থাকবে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...