Bangladesh media

Friday, July 18, 2025

বাঘাইছড়িতে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের সংবর্ধনা

 বাঘাইছড়িতে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের সংবর্ধনা

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে অধ্যাপক মরহুম এম জহির আহম্মেদ ও মরহুম মোঃ শাহ আলম স্মৃতি স্মরণে অলিম্পিক বার ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

শুক্রবার (১৮জুলাই) রাতে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের আয়োজনে মধ্যম পাড়া মাঠে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের টিম ম্যানেজার শাহাদাত মোল্লা'র সঞ্চালনায় বাঘাইছড়ি পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা। 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যম পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের কে ধন্যবাদ জানান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সকল খেলোয়াড়দের কে। বক্তারা আরো বলেন “এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত ভাবে হলে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে বিকশিত হবে। এর মাধ্যমে আগামীতে একটি গঠনমূলক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে। ভবিষ্যতে ও এরকম খেলার আয়োজন করার জন্য আহ্বান জানান।

আলোচনা সভার শেষে খেলোয়াড়দের মাঝে দলীয় ট্রফি ও ব্যাক্তিগত পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...