Bangladesh media

Tuesday, August 19, 2025

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ 

‎বাঘাইছড়ি প্রতিনিধি- 

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ বিজিবি) মারিশ্যা জোন। 

‎মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে। 

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ আগস্ট মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

Sunday, August 17, 2025

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয় কাচালং নদীতে।

‎উক্ত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। 

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সংবাদকর্মী সহ বিভিন্ন এলাকার মৎস্য চাষিবৃন্দ।

‎বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সদস্য মোঃ মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান। এছাড়া সফল মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ। 

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল আর উপকূলের মিষ্টি পানির মৎস্য সম্পদ আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া মাছ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।

‎বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদীর ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশি মাছের প্রজাতিগুলো হুমকির মুখে পড়ছে। একসময় যে মাছগুলো সহজলভ্য ছিল, আজ অনেকগুলোকেই আমরা খুঁজে পাই না। এমন প্রেক্ষাপটে এবারের স্লোগান — “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াশ্রম মানে শুধু মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি ৩জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাঘাইছড়ি থেকে বিদায় নিলেন ইউ এন ও শিরীন আক্তার

 বাঘাইছড়ি থেকে বিদায় নিলেন ইউ এন ও শিরীন আক্তার 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে বদলী জনিত বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। 

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঘাইছড়ি উপজেলা হতে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ইউ এন ও শিরীন আক্তার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর বাঘাইছড়ি উপজেলায় যোগদান করে ১৩ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ১ বছর ৯ মাস  দায়িত্ব পালন করেন। 

উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, কাচালং সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপাঞ্জু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্ত্তী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা। 

বক্তারা ইউ এন ও শিরীন আক্তারের দায়িত্ব পালন কালের সময় ও কর্মদক্ষতা নিয়ে স্মৃতিচারণ করে বলেন, বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলার মধ্যে অত্যান্ত ঝুকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলা এই এলাকার প্রশাসনিক দায়িত্ব পালনও অনেক বেশী জটিল কিন্তু তিনি এই জটিলতাকে কাটিয়ে দারুণভাবে দায়িত্ব পালন করেছেন। সকলে উনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন, ভবিষ্যতে যেন বাঘাইছড়িবাসীর কথা মনে রাখেন এই প্রত্যাশা রাখেন। 

সংবর্ধিত অতিথি বিদায়ী ইউ এন ও শিরীন আক্তার বলেন, আমি যখন প্রথম বাঘাইছড়িতে পদায়ন হই তখন খুব চিন্তিত ছিলাম এত দুর্গম অঞ্চলে কিভাবে দায়িত্ব পালন করবো, তবে বাঘাইছড়ি আসার পর মনে হয়েছে দায়িত্ব পালনে কঠিন কিছু হবেনা। বিশেষ করে উপজেলার সকল চেয়ারম্যান - জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার-কর্মচারী, শিক্ষকসমাজ সহ সকল স্তরের লোকজন অনেক বেশী আন্তরিক যার ফলে কখনো বাঘাইছড়িতে খারাপ লাগেনি। তিনি বলেন আমি সহ আমার পরিবার কখনোই বাঘাইছড়ি ও বাঘাইছড়ির মানুষদের ভুলবোনা আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা যোগাযোগ রাখেন এবং আমার দ্বারা যদি কখনো কোন উপকার হয় অবশ্যই জানানোর অনুরোধ জানাচ্ছি। বিদায়ী ইউএনও আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরবর্তী ইউএনওকে সহযোগী করার জন্য সকলের কাছে আহবান জানান।

সভা শেষে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন, অফিসার্স ক্লাব, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি প্রেসক্লাব, ও উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Saturday, August 16, 2025

বাঘাইছড়িতে কাচালং প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

 বাঘাইছড়িতে কাচালং প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মতো চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র চালু হয়েছে। 

‎শনিবার (১৬ আগস্ট) উপজেলার চৌমুহনী বাজারের মিনিস্টার শো-রুমের নিচ তলায় “কাচালং প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র”-এর উদ্বোধন করা হয়। 

‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, দোকানদার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেবা কেন্দ্রের প্রোপাইটর অপ্টোমেট্রিস্ট মো. আব্দুর রহমান জানান, অল্প খরচে উন্নতমানের চোখের চিকিৎসা প্রধানই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, এতদিন চক্ষু চিকিৎসার জন্য স্থানীয়দের দূরে যেতে হতো, এখন থেকেই নিজ এলাকায় প্রাথমিক থেকে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে। 

‎উল্লেখ, এখানে যে-সব সেবা প্রদান করা হবে-

‎১. চোখ লাল হওয়া,

‎২. চোখ দিয়ে পানি পড়া,

‎৩. চোখের অ্যালার্জি চিকিৎসা,

‎৪. চোখে কম দেখা (দূরে বা কাছে) সংক্রান্ত সমস্যা নিরসন,

‎৫. অল্প দৃষ্টি সম্পন্ন চোখের চিকিৎসা,

‎৬. চোখের প্রেসার মাপা ও চোখের নালী পরীক্ষা (SPT, IOP),

‎৭. প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক চশমা প্রদান,

‎৮. চোখের ছানি ও নেত্রনালী অপারেশন সংক্রান্ত সু-পরামর্শ প্রদান।

‎রোগী দেখবেন প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অপ্টোমেট্রিস্ট মো: আব্দুর রহমান, ডি.এম.এফ (ঢাকা), ডি.ও.এল.ভি (চক্ষু), ক্লিনিক্যাল অপ্টোমেট্রি ট্রেনিং ইন রিফ্রেকশন, বিএমডিসি রেজি: ডি-২৭৭৩৪

‎এছাড়া উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন চক্ষু চিকিৎসার জন্য দূরবর্তী জায়গায় যেতে হতো। এখন নিজ এলাকায় সেবা পাওয়ায় সময় ও খরচ উভয়ই বাঁচবে।

‎স্থানীয়দের আশা, ‘কাচালং প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র’ উপজেলার মানুষের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Friday, August 15, 2025

বাঘাইছড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎

 বাঘাইছড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বাঘাইছড়ি পূজা ফ্রন্ট কমিটির সভাপতি জীবন সরকারের সঞ্চালনায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বীজেন্দ্রলাল নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। 

‎এসময় গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

‎উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুসা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি মানিক শীল, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি ত্রিদিব দেব সহ রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ‎

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব মুসলিম ব্লক মুন্সিপাড়া পাঞ্জেগানা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

‎উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মুসলিম ব্লক মুন্সিপাড়া পাঞ্জেগানা মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি আব্দুল্লাহ আল কাফী 'গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল কবর বাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন।

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৫ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদে জুমা নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী সহ উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার কয়েকশত মুসল্লীবৃন্দ।

‎উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন 'গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল কবর বাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ  ‎বাঘাইছড়ি প্রতিনিধি-  ‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স...