Bangladesh media

Tuesday, December 17, 2024

গাড়ি এক্সিডেন্টনে মাওলানা মুফতী আল আমিন মানসুরী আহত

আজ সকাল ৯টার দিখে খাগড়াছড়ি থেকে দিঘীনালা মাহফিলের আসার পথে খাগড়াছড়ি ৯মাইল নামক এলাকায় সিএনজি এর সাথে পিকাআপ এর সাথে সংঘর্ষ হয়। 


হুজুরের সাথে সফর সঙ্গী ছিলেন মাওলানা ইসমাইল হোসাইন ভোলাবী, মাওলানা এইচ এম মাকসুদ, মোঃ নজরুল ইসলাম ও সাথে ছিলেন সিএনজির ড্রাইভার। 


মাওলানা মুফতী আল আমিন মানসুরী ও মাওলানা ইসমাইল হোসাইন ভোলাবী সহ মাথায় আগাত পায়। ও সিএনজির ড্রাইভার মাথায়, পায়ে ও পেটে আগাত পায়। দিঘীনালা থেকে পুলিশ ও আর্মির গাড়ি যাচ্ছে ছিলো পরে তাদের কে এই অবস্থায় দেখে তারা আহতদের কে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সিএনজি ড্রাইভারকে ভর্তি করানো হয়। 


মাওলানা মুফতী আল আমিন মানসুরী ও মাওলানা ইসমাইল হোসাইন ভোলাবী'র মাথায় ডাক্তার বেন্ডেজ করে দেয়। 

তার পরে সন্ধ্যায় মাহফিলে এসে পৌঁছায় দিঘীনালায় মাওলানা মুফতী আল আমিন মানসুরী সাহেব।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...