Top News

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি'র পুরস্কার বিতরণী সম্পন্ন

 বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি'র পুরস্কার বিতরণী সম্পন্ন

আজ ২৯শে ডিসেম্বর রোজঃ রবিবার সকাল ১০ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়া রুমে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বাঘাইছড়ি শহীদ হালিম-লিয়াকত সৃতি সংসদ এর  সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রতিষ্ঠাতা পরিচালক শহীদ হালিম-লিয়াকত সৃতি সংসদের শাহজাদা সৈয়দ আব্দুল বারী সাহেব। 

উক্ত অনুষ্ঠানে সঞ্চয়লনা করেন বাঘাইছড়ি উপজেলা স্মৃতি বৃত্তি পরিচালনা সমন্বয়ক মোঃ আব্দুল জলিল।


এতে প্রধান অতিথি ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম মহোদয়। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ কাওছার উদ্দিন নূরী, পরিচালক ক্বিরাতুল কোরআন মডেল একাডেমি, 


বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাকুজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর সহকারী সিনিয়র শিক্ষক মোঃ নাঈম উদ্দিন, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সৃজনশীল সুপ্ত জ্ঞান বিকাশে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন অপরাজনীতির স্বীকার হয়ে শিক্ষার্থীরা দিশেহারা হলেও শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ছাত্রদেরকে জ্ঞানের দিকে ধাবিত করছে। এই বৃত্তি পরীক্ষা আজ সারা দেশে যেইভাবে সফলতার স্বাক্ষর রেখেছে তা প্রশংসার দাবি রাখে।


পরে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post