Top News

বাঘাইছড়িতে তিন ইটভাটা বন্ধ ঘোষণা।

 বাঘাইছড়িতে তিন ইটভাটা বন্ধ ঘোষণা। 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ০৩ (তিন) ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 


১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে এই অভিযান পরিচালনা করেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। 


এসময় এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি তিন ইটভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


অভিযান পরিচালনাকালে পানির সাহায্যে কয়েক হাজার কাঁচা ইট ধংস করা হয়েছে। পরে ইট ভাটা বন্ধের নোটিশ লাগিয়ে দেওয়া হয়।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা মোতাবেক অত্র উপজেলায় ৩ (তিন) টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং মহামান্য হাইকোর্ট এর যে নির্দেশনা সেটা বাস্তবায়ন এর জন্য এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post