Top News

মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

 মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন। 

২০ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৯ঘটিকায় রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠ এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮ঘটিকায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু করেন। 


উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক "মোঃ রহমতুল্লাহ দেওয়ান" এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা'র মাননীয় (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার "মোহাম্মদ শাহিন আল মামুন"


এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অত্র এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ সহ আরো অতিথি ও অভিভাবকবৃন্দু।


এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৯টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো, অংক দোর,সৃতি পরিক্ষা, কবিতা আবৃত্তি,মুরগী লড়াই  সহ আরো অনেক প্রতিযোগীতা।

বিশেষ আর্কষণ হিসেবে রেখেছে মা-অভিভাবকদের বালিশ বদল প্রতিযোগিতা ও বাবা-অভিভাবকদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ "বাঘাইছড়ি পৌরসভা বনাম মারিশ্যা ইউনিয়ন"


এসময় দিক-নির্দেশনামূলক আলোচনায় প্রধান অতিথি "মোঃ শাহিন আল মামুন" বলেন ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনাসহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।


পরে বিকাল ৩ঘটিকায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দু।

Post a Comment

Previous Post Next Post