Top News

তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২৬ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ঘটিকায় রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রাড়ী প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেয় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা।

এরপরেই বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপরেই বিদ্যালয়ের সহকারী শিক্ষক "মোঃ নজরুল ইসলাম"  বলেন, বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণের।

এরপরে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে "বাবু সপরিও খীশা"

তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক "বাবু কালাধন চাকমা" এর সঞ্চালনায়ে সভাপতিত্ব করেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক "বাবু জ্ঞান রঞ্জন চাকমা"।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ "মোঃ কামাল হোসেন মীর "

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩৩নং মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান "বাবু আপন চাকমা" কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক "মোঃ জামাল উদ্দিন " সহ বিদ্যালয়ের শিক্ষার্থী-২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক,অত্র বিদ্যালয়েে শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের পরিচালনা কমিটি'র সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

পরে বিদায় সংবর্ধনা'র শেষে বার্ষিক ক্রাড়ী প্রতিযোগীতা'র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দু।

Post a Comment

Previous Post Next Post