Top News

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের ব্যবস্থাপনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর আয়োজনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় শতাধিক অসহায়  মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে  ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।

আজ (২৩ মার্চ) রবিবার দুপুর ১২ ঘটিকায় সাজেক ইউনিয়ন পরিষদের হলরুমে এসব ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন  কমান্ডার  অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহ‌রিয়ার ইকবাল। 

এসময় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন। 

বিজিবির ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডলস ও নতুন পোশাক। বিজিবি জানায় সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post