Bangladesh media

Monday, April 14, 2025

কাচালং সরকারি ডিগ্রী কলেজে নব বর্ষ উদযাপন নানা আয়োজনে

 কাচালং সরকারি ডিগ্রী কলেজে নব বর্ষ উদযাপন নানা আয়োজনে


রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রী কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রী কলেজে গেইট হতে শিক্ষক – শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালী শুরু হয়ে কলেজ অডিটোরিয়ামে সমাপ্তি হয় এবং অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সকলে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা কলেজ অধ্যক্ষ অধ্যাপক রিয়াজ আহমেদ, বিশেষ অথিতিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সিনিয়র প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাংলা নববর্ষ উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে নব যোগদান করা অধ্যক্ষ কে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। সভা শেষে উজোনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...