Bangladesh media

Wednesday, April 30, 2025

"দৌড়টা নিজের সঙ্গে" লেখক: রাকিব বিন হাসান

 গল্পের নাম: "দৌড়টা নিজের সঙ্গে"

নাফিস আর রায়হান—দুজন একই ব্যাচে পড়ে। রায়হান সবসময় ১ম হয়, সবাই তাকে প্রশংসা করে, পোস্ট দেয়: “আমাদের গর্ব!”

নাফিস মাঝারি ছাত্র। কোনোদিন ১ম হয়নি, আর পোস্ট? কেউ দেয় না।

একদিন নাফিস ক্লাস শেষে রায়হানকে জিজ্ঞেস করল,

"তুই এত ভালো করিস কীভাবে?"

রায়হান হেসে বলল,

"আমি আসলে তোকে হারাতে চাই না… আমি প্রতিদিন নিজেকেই হারাতে চাই। আমি আজকের আমি যেন কালকের আমি থেকে একটু ভালো হই, শুধু এটাই চাওয়া।"

নাফিস চুপ করে গেল। রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল,

“কাল আমি আজকের চেয়ে একটু ভালো হবো… কেবল একটু।”

বছরশেষে রায়হান আবার ১ম হলো।

কিন্তু এবার সবাই অবাক হয়ে দেখল—নাফিস প্রথমবার নিজের নামের পাশে “উত্তীর্ণ” শব্দটা দেখে কেঁদে ফেলেছে।

---

শেষ লাইন–

"সবার দৌড় এক না… কেউ দৌড়ায় গোল্ড মেডেলের জন্য, কেউ দৌড়ায় নিজের অস্তিত্ব বাঁচাতে। তাই কারো সাথে না… দৌড়াও শুধু নিজেকেই হারানোর জন্য।"

---

শিক্ষা:

জীবনের সেরা প্রতিযোগিতা কখনো বাইরের কারো সঙ্গে না… সেটা সবসময় নিজের 'গতকাল' এর সঙ্গে।

লেখক-__

---✍️রাকিব বিন হাসান

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...