Top News

মুসলিম ব্লকে বাঘাইছড়ি বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

 মুসলিম ব্লকে বাঘাইছড়ি বিএনপি পরিবারের পক্ষ থেকে  আর্থিক সহায়তা প্রদান 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা'র মুসলিম ব্লকে "পা ভাঙ্গা অসুস্থ" পৌর ২নং ওয়ার্ড তাঁতি দলের সদস্য মোঃ আশিকুর রহমান ও পৌর ৩নং ওয়ার্ড জাসাস দলের সদস্য মোঃ নুরুল ইসলাম কে বাঘাইছড়ি বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ (২১ জুন) শনিবার রাত সাড়ে ৮ ঘটিকায় আশিকুর রহমান ও নুরুল ইসলাম এর নিজ বাড়িতে গিয়ে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুসা, বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, উপজেলা জাসাসের সভাপতি মোঃ সিদ্দিক আলী ও পৌর জাসাসের সভাপতি মোঃ মাসুদ সহ বাঘাইছড়ি বিএনপি পরিবারের নেতাকর্মীবৃন্দ।

এসময় নেতাকর্মী বলেন,বাঘাইছড়ি বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সামান্য কিছু উপহার দিয়ে গেলাম। আর্থিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিএনপি অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post