Bangladesh media

Monday, June 9, 2025

বাঘাইছড়িতে বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন -এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন -এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এলাকা হচ্ছে বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম। ঐতিহ্যবাহী এই এলাকায় নতুন করে গড়ে উঠেছে অরাজনৈতিক "মুসলিম ব্লক চাকুরীজীবি ফাউন্ডেশন" নামে একটি সংগঠন। 

সোমবার (০৯ জুন) সকাল ৯ ঘটিকায় আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজ এর অফিস কক্ষে অত্র ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় "বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন" এর যুগ্ম আহবায়ক ওমর ফারুক মাষ্টার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র "ফাউন্ডেশনের" আহ্বায়ক মোহাম্মদ হাবিব উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান ও পটুয়াখালী জেলা ডিসি কর্যালয় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর হক সৌরভ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র এলাকার কৃতি সন্তান জয়নাল আবেদীন,ইন্সট্রাক্টর (বিজ্ঞান) প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট,পটিয়া চট্টগ্রাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, "বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন" এর সদস্য সচিব মো: হোসাইন আহমদ সাজু, অত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল মালেক,যুগ্ম সদস্য সচিব মো: কুতুব উদ্দিন সহ ফাউন্ডেশনের সদস্য ও অত্র এলাকার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

এসময় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এলাকা হচ্ছে আমাদের বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম। বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম সমূহের চাকুরিজীবিদের সমন্বয়ে এই ফাউন্ডেশন সৃষ্টি। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক আয়বর্ধক ও সেবামূলক প্রতিষ্ঠান। চাকুরিজীবিদের পরস্পরের মধ্যে পরিচয় স্থাপন, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা বজায় রেখে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, সন্তানদের সু-শিক্ষা প্রদানের জন্য আত্মপ্রত্যয়ে বিশ্বাসী হওয়া, এলাকার উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...