Bangladesh media

Thursday, July 24, 2025

বাঘাইছড়িতে কাজুবাদাম ও কপি চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে কাজুবাদাম ও কপি চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়িতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ২০২৫-২৬ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে "৪ ব্যাচে" মোট ১২০ জন কৃষক-কৃষানী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

উক্ত প্রশিক্ষণের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। 

এসময় উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা, পদ্ধতি, প্রক্রিয়াজাত করণ এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণের প্রশ্ন উত্তর পর্বে উপজেলা কৃষি অফিসার আমন ধানের চারার বয়স ঠিক রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন এই প্রকল্প থেকে উপজেলার বেশ কিছু কৃষককে কফি পাল্পিং মেশিন, কফি রোস্টার এবং গ্রাইন্ডার বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষনে বালাইনাশকের ব্যবহার বিষয়ে কথা বলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ। প্রশিক্ষণ শেষে ১১ জন কাজুবাদাম প্রদর্শনী প্রাপ্ত কৃষক এবং আট জন কফি প্রদর্শনী প্রাপ্ত কৃষকের মাঝে চারা, রাসায়নিক ও জৈব সার এবং বালাইনাশক বিতরণ করা হয়। 

এসময় কৃষক শনাক্তকারী হিসাবে বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...