বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদে জুমা নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী সহ উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার কয়েকশত মুসল্লীবৃন্দ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন 'গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল কবর বাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন।
No comments:
Post a Comment