Top News

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

‎রবিবার (২৪ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

‎উক্ত সমাপণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। 

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Post a Comment

Previous Post Next Post