Top News

বাঘাইছড়িতে তিন নেতার দলীয় পদ স্থগিতকরন আদেশ প্রত্যাহার

 বাঘাইছড়িতে তিন নেতার দলীয় পদ স্থগিতকরন আদেশ প্রত্যাহার

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলার তিন নেতার ওপর জারি করা পূর্বের দলীয় কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন:

১। মোঃ ইউসুফ আলী – সহ-দপ্তর সম্পাদক বাঘাইছড়ি উপজেলা বিএনপি।

২। মোঃ আশরাফ আলী – যুগ্ম আহ্বায়ক, বাবা পৌর ছাত্রদল।

৩। মোঃ আইয়ুব আলী – সদস্য পৌর ছাত্রদল বাঘাইছড়ি পৌরসভা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভবিষ্যতে কোনো দলীয় শৃঙ্খলাভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেছেন। এ প্রেক্ষিতে, পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে স্ব-পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলো।

উল্লেখ্য,গত ১৭ ফেব্রুয়ারি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ তিন নেতা নিজ দলের কয়েকজন নেতাকর্মীকে সংঘবদ্ধভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। ৬ মার্চ ২০২৫ তারিখে বাঘাইছড়ি পৌর বিএনপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কমিটিকে লিখিতভাবে অবহিত করে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায়, দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের পদ থেকে কার্যক্রম স্থগিত করা হয়।

বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের ভুল স্বীকার করে সংশোধনের আবেদন জানানোর প্রেক্ষিতে দলীয় নেতৃত্ব তাঁদের আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।

তবে বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গকারী কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাদেরকে দায়িত্বশীল আচরণ ও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post