বাঘাইছড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়িতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বাঘাইছড়ি পূজা ফ্রন্ট কমিটির সভাপতি জীবন সরকারের সঞ্চালনায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বীজেন্দ্রলাল নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।
এসময় গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুসা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি মানিক শীল, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি ত্রিদিব দেব সহ রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।


Post a Comment