Top News

বাঘাইছড়ির সাজেকে হালিমপুরে বিজিবির সোলার প্যানেল বিতরণ ‎

 বাঘাইছড়ির সাজেকে হালিমপুরে বিজিবির সোলার প্যানেল বিতরণ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিত মানুষের জন্য সোলার বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। 

‎সোমবার (২৫ আগস্ট) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র উপস্থিতিতে সাধন চন্দ্র চাকমা (কারবারি) এর কাছে সোলার প্যানেল হস্তান্তর করা হয়।

‎সোলার প্যানেলের মধ্যে ছিল— ১০০ ওয়াটের একটি প্যানেল, ৬০ এমপিআর ব্যাটারী, তার, কন্ট্রোল বক্স ও কন্ট্রোল ক্যাবল। পাহাড়ি ও দুর্গম এ গ্রামটি বিদ্যুৎ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকায় স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

‎এ সময় জোন কমান্ডার বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি মারিশ্যা জোন বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post