বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে দাওয়াতী সভা অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় নির্দেশনায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গনসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় বৃহত্তর মুসলিম ব্লক মসজিদ মার্কেটে এই গনসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বাঘাইছড়ি পৌর জামায়াতের সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনসুরুল হক।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহাম্মদ, জেলা মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট রহমত উল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর আহাম্মদ, সহ সেক্রেটারি মোঃ আবছার হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুল হোসেন সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
মারিশ্যা ইউনিয়ন সেক্রেটারি মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রচার সেক্রেটারি ডা সরদার আব্দুর রহিম।
অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ নং আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহাম্মেদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন,আগামীতে যদি জামায়াত ক্ষমতায় আসতে পারে তাহলে সকলের সাথে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। দূর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে,বেকারত্ব দূর হবে, এবং দাঁড়ি পাল্লায় পিআর পদ্ধতিতে ভোট দিয়ে জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করার আহব্বান করেন।


Post a Comment