Top News

বাঘাইছড়িতে বন্যায় আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দিদে মাঝে ত্রাণ বিতরণ ‎

 বাঘাইছড়িতে বন্যায় আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দিদে মাঝে ত্রাণ বিতরণ

‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বন্যায় আশ্রয় কেন্দ্র আশ্রয় নেওয়া ও পানি বন্দি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওর্য়াড়ে মধ্যম পাড়া এলাকা, ও বন্যায় আশ্রয় নেওয়া কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং দুপুরে বাঘাইছড়ি ইউনিয়নের ৪ নং ওর্য়াড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানি বন্দি এলাকা ঘুরে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির,বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সংবাদিকবৃন্দ।

‎উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন আমি আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো। এই সামান্য ত্রাণ সামগ্রী আপনাদের দিয়ে গেলাম। সরকারি ভাবে আরো বরাদ্দ পেলে আমি আপনাদের কাছে আবারো আসবো।

Post a Comment

Previous Post Next Post