Top News

বাঘাইছড়িতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 বাঘাইছড়িতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় চৌমুহনী থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে উপজেলা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম।

‎উক্ত আলোচনা সভায় বাঘাইছড়ি পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশান ফানান্না রানু'র সঞ্চালনায় পৌর মহিলা দলের সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

‎এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।

‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম , পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাছিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তার সহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।

‎উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, আমাদের এই দল গড়ে উঠেছিল নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে। সমাজে নারীর কণ্ঠস্বরকে শক্তিশালী করা, তাদেরকে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে নেওয়ার স্বপ্ন থেকেই এই দলের যাত্রা শুরু। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের প্রচেষ্টা শুধু আমাদের দলের সীমাবদ্ধতায় থেমে নেই—এটি সমগ্র সমাজে অনুপ্রেরণা জুগিয়েছে।

‎অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা নানান বাধা-বিপত্তি অতিক্রম করেছি। কিন্তু আমাদের সাহসী বোনেরা কখনো পিছপা হননি। নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া, নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় লড়াই করা, গ্রামীণ ও শহুরে নারীদের মধ্যে ঐক্য গড়ে তোলা—এসব কাজ আমাদের দল গর্বের সাথে করে চলেছে।

Post a Comment

Previous Post Next Post