Top News

বাঘাইছড়ি পৌর ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন

 বাঘাইছড়ি পৌর ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন


‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাঘাইছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আলোচনা সভায় মধ্যে দিয়ে কমিটি গঠন করা হয়।


‎উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা ,পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দীন সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাজেদা বেগম,সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক সাবানা আক্তার।

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,পদ পদবী নিয়ে বসে থাকলে হবে না আগামী নির্বাচনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এলাকায় এলাকায় গিয়ে মা-বোনদের বোঝাতে হবে। ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

Post a Comment

Previous Post Next Post