বাঘাইছড়িতে শারদীয় দূর্গা উৎসবে বাঘাইহাট জোনের আর্থিক সহায়তা প্রদান
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোনের আওতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বাঘাইহাট পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মনিরুল ইসলাম (পিপিএম বার) পি এস সি।
এময় ছিলেন উপ-অধিনায়ক মেজর নাহিদ, স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের সদস্য দয়া ধন মেম্বার,সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা কমিটির সভাপতি বাসুদেব হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জোন কমান্ডার।
জোন কমান্ডার বলেন পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, পুলিশবাহিনী এবং আনসার বিডিপি। সামরিক ও বেসামরিক প্রশাসনের এই যৌথ নিরাপত্তা ব্যবস্থা উৎসবের পরিবেশকে আরও সুদৃঢ় করেছে।
পূজা কমিটির নেতৃবৃন্দের বলেন কোনো প্রকার সমস্যা হলে দ্রুত প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান।
বাঘাইহাট বাজার কমিটি ও অন্যান্য স্থানীয় নেতারা সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে স্থানীয় পাহাড়ি-বাঙালি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হবে।


Post a Comment