Top News

দলীয় পদ ফিরে পেলেন বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য নুর কবির

 দলীয় পদ ফিরে পেলেন বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য নুর কবির


‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য নুর কবির এর পদ পুনর্বহাল করা হয়েছে।

‎রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত আদেশে পদ স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

‎উল্লেখ, গত ১৩ ও ১৪ জানুয়ারী, ২৫ ইং চট্টগ্রাম হতে প্রকাশিত "দৈনিক সাঙ্গু" পত্রিকায় প্রকাশিত সংবাদ, স্থানীয় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বি.এন.পি নেতৃবৃন্দের লিখিত অভিযোগ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশীত সংবাদের ভিত্তিতে ও প্রাথমিকভাবে কিছু সত্যতা থাকায় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যান্তরিণ শৃংখলা রক্ষার প্রয়োজনে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনার পদের সকল কার্যক্রম গত ১৫ জানুয়ারী, ২০২৫ইং স্থগিত করা হয়।

‎বর্তমানে নিজেকে সংশোধন করে দলের শৃংখলা ও গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকান্ডের জড়িত না হওয়া এবং দলীয় শৃংখলা মেনে দলকে গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার পদের কার্যক্রমের স্থগিতাদেশ অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং প্রত্যাহার করা হইল।

‎রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে,ভবিষৎে আপনার কর্তৃক যাতে দলীয় শৃংখলা বিরোধী কোন কর্মকান্ডের পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে দায়িত্বশীল ভূমিকা রেখে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা গেল।

‎এই সিদ্ধান্ত ০৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর বলে দলীয় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post