Top News

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

 বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর ও লংগদু উপজেলা কালাপাকুইজ্জ ইউনিয়নের গাথাঁছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি,র নির্দেশে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন লিওন ও ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাহাত এর নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনীর একটি চৌকস দল।

‎এসময় সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে সিগারেট ফেলে পালিয়ে যায় চোরাকারবারি দল। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধ পথে নিয়ে আশা ৬৭০ প্যাকেট পেট্রোন সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা।

Post a Comment

Previous Post Next Post