লংগদুতে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী,
লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামে লংগদু ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। লংগদু ফুটবল একাডেমির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক জাগরণী ক্লাব একাদশ এবং লংগদু ফুটবল একাডেমি একাদশ।
নির্ধারিত সময়ে রোমাঞ্চকর এই ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দীর্ঘদিন পর লংগদু উপজেলা মাঠে এমন প্রাণবন্ত আয়োজন দেখতে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার হাজারো নারী-পুরুষ উপস্থিত হন।
লংগদু ফুটবল একাডেমির সভাপতি বিক্রম চাকমা বলি বলেন, “এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।


Post a Comment