Top News

লংগদুতে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 লংগদুতে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

‎মোঃ এরশাদ আলী,
‎লংগদু প্রতিনিধি :

‎রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‎১২ অক্টোবর (রবিবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামে লংগদু ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। লংগদু ফুটবল একাডেমির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক জাগরণী ক্লাব একাদশ এবং লংগদু ফুটবল একাডেমি একাদশ।

‎নির্ধারিত সময়ে রোমাঞ্চকর এই ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দীর্ঘদিন পর লংগদু উপজেলা মাঠে এমন প্রাণবন্ত আয়োজন দেখতে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার হাজারো নারী-পুরুষ উপস্থিত হন।

‎লংগদু ফুটবল একাডেমির সভাপতি বিক্রম চাকমা বলি বলেন, “এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখাই আমাদের মূল লক্ষ্য।”
‎তিনি আরও আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Post a Comment

Previous Post Next Post