Top News

বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‎

 বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় "হাত ধোয়ার নায়ক হোন"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় শ্রেণি কক্ষে। 

‎উক্ত আলোচনা সভায় কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কর্মকর্তা রুশো খীশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, উপজেলা শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ।

‎উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাঘাইছড়ির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

‎আলোচনায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তারা শিশুদের হাত ধোয়ার অভ্যাস পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে আহ্বান জানান।

‎অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে কলমে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।

Post a Comment

Previous Post Next Post