Top News

লংগদু জোন কর্তৃক দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

 লংগদু জোন কর্তৃক দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

মোঃ এরশাদ আলী

লংগদু প্রতিনিধি-

রাঙ্গামাটির লংগদুতে তেজস্বী বীর লংগদু জোনের  অভিযানে বাঘাইছড়ির লাইল্যাঘোনা এলাকা হতে একটি দেশীয় বন্ধুক সহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

১৮ অক্টোবর (শনিবার) গোপন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহলদল অত্র জোনের আওতাধীন বাঘাইছড়ির লাইলাঘোনা–নালবুনিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দুইজন চোরাকারবারীকে সন্দেহ করে   তাদেরকে অনুসরণ করে সেনাবাহিনী। এতে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

এসময়ে সেনা টহলদল পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী ও ৯২ বোতল দেশীয় মদ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্য সমূহ বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।

লংগদু সেনা জোন কর্তৃক  জানান যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post