Top News

বাঘাইছড়িতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুবদলের ঘরে ঘরে প্রচারণা

 বাঘাইছড়িতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুবদলের ঘরে ঘরে প্রচারণা

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক ঘরোয়া সভা ও সাংগঠনিক কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

‎বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর এবং পৌর যুবদলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ই জুলাই-২০২৩ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা ও পৌরবাসীর ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার মাসব্যাপী কর্মসূচী আগামী ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে এসব সভা অনুষ্ঠিত হবে। 

‎বিজ্ঞপ্তিতে সময়সূচি অনুযায়ী সভার তারিখ ও স্থানঃ

‎০৫ অক্টোবর রবিবার পৌর ৪নং ওয়ার্ড

‎০৬ অক্টোবর সোমবার পৌর ০২ ও ০৩নং ওয়ার্ড

‎০৭ অক্টোবর মঙ্গলবার রুপকারী ইউনিয়ন

‎০৮ অক্টোবর বুধবার পৌর ০১নং ওয়ার্ড

‎১২ অক্টোবর রবিবার আমতলী ইউনিয়ন

‎১৩ অক্টোবর সোমবার পৌর ০৬নং ও ০৭নং ওয়ার্ড

‎১৪ অক্টোবর মঙ্গলবার বাঘাইছড়ি ইউনিয়ন ও পৌর ০৯নং ওয়ার্ড

‎১৬ অক্টোবর বৃহস্পতিবার খেদারমারা ইউনিয়ন

‎১৮ অক্টোবর শনিবার মারিশ্যা ইউনিয়ন

‎১৯ অক্টোবর রবিবার বঙ্গলতলী ইউনিয়ন

‎২০ অক্টোবর সোমবার সাজেক ইউনিয়ন

‎২৮ অক্টোবর মঙ্গলবার পৌর ০৫নং ওয়ার্ড

‎বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ করতে এসব ঘরোয়া সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Post a Comment

Previous Post Next Post